প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
শিক্ষা মানুষের অন্যতম মৌলিক চাহিদা। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। নারীদের শিক্ষিত করা না গেলে দেশ ও জাতি পিছিয়ে থাকবে। এ বিষয়টিকে অনুধাবন করে একদল জ্ঞানপিপাসুর নেতৃত্বে ১৯৬৩ সালের ৩১শে মে যাত্রা শুরু করে আজকের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সূচনালগ্ন থেকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষা সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে রয়েছে গৌরবময় ঐতিহ্য ও ইতিহাস। এখানে লেখাপড়া করে তৈরি হয়েছে ও হচ্ছে অসংখ্য মেধাবী মুখ। অতীতের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে আগামীর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ এবং ছাত্রীদের সমন্বয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সকলের সহযোগিতা কামনা করছি।
Nirmal Chandra Halder
Principal (Incharge)