সম্মানিত পাঠক, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, সমাজে নারীদের অবস্থান-সদৃঢ়করণ প্রভৃতি বিভিন্ন উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আজ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ তার যাত্রা চলমান রেখেছে। এ যাত্রায় নিজেকে অংশগ্রহণ করতে পেরে আমি ধন্য মনে করছি। আমি প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং সর্বোপরি শিক্ষার্থীদের কে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। প্রতিষ্ঠানটি গড়ার পিছনে যারা ভূমিকা রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। কবির ভাষায় শেষ করতে চাই
" বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর,
অর্ধেক তার আনিয়াছে নারী অর্ধেক তার নর"